প্রাচীন ভারতের স্থাপত্য-ভাস্কর্য, মন্দির, শিল্পকলা ও চিএকলা

Show Important Question


1) সবথেকে বড়ো স্তুপ কোনটি ?
A) সাঁচি
B) সারনাথ
C) বিদিশা
D) কেশরিয়া

2) ইলোরা গুহা কোন্ রাজ্যে অবস্থিত ?
A) মধ্য প্রদেশ
B) তামিলনাড়ু
C) মহারাষ্ট্র
D) উত্তর প্রদেশ

3) Who constructed the famous Jagannath temple ? / বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন ?
A) Ashoka/ অশোক
B) Kharavela/ খারভেল
C) jajati Keshari/ জজাতি কেশরি
D) Anantvarman/ অনন্ত বর্মন

4) নিন্মলিখিত কোন মন্দিরটি সুর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ?
A) কোনারক
B) তিরুপতি
C) অজন্তা-ইলোরা
D) পুস্কর

5) The Vikramasila-Vihara was founded by / বিক্রমশীল মহাবিহার কে নির্মাণ করেন?
A) Devapala/ দেবপাল
B) Dharmapala/ ধর্মপাল
C) Gopal/ গোপাল
D) Bitpal/ বীতপাল

6) নালন্দায় কে প্রথম খনণ শুরু করেন ?
A) জন মার্শাল
B) দয়ারাম সাহানি
C) রাখালদাস ব্যানার্জী
D) ডি. বি. স্পুনার

7) Khajuraho temple built by / খাজুরাহোর মন্দির নির্মাণ করেছিলেন—
A) Rashtrakutas/ রাষ্ট্রকূট
B) Cholas/ চোল
C) pallavas/ পল্লব
D) Chandellas/ চান্ডেলা

8) বরবুদুরের বৌদ্ধ স্তুপ কোন্ বংশের তৈরী?
A) নাগেন্দ্র বংশ
B) শূর বংশ
C) সেন বংশ
D) শৈলেন্দ্র বংশ

9) The large Shiva Temple at Thanjavur was built by / তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন
A) Chandellas/ চান্দেল্লারা
B) Rashtrakutas/ রাষ্ট্রকূটরা
C) Rajaraja Chola/ রাজরাজ চোল
D) Rajendra Chola/ রাজেন্দ্র চোল

10) কোন স্থানের গুহাচিত্রে ত্রিমূর্তি আকৃতি আছে?
A) উদয়গিরী
B) খণ্ডগিরী
C) অজন্তা
D) এ্যালিফ্যান্টা

11) কারুকার্যময় গোপূরম বা তোরণের সূচনা হয় কাদের আমলে ?
A) সেন আমলে
B) পহ্লব আমলে
C) চোল আমলে
D) সাতবাহন আমলে

12) The Vimana style in temple architecture came into vogue during the reign of / স্থাপত্য শিল্পে ‘ভীমান শিল্পরীতি’ কোন্ রাজবংশের আমলে জনপ্রিয় হয়েছিল?
A) Cholas/ চোল
B) Mauryas/ মৌর্য
C) Guptas/ গুপ্ত
D) Rashtrakutas/ রাষ্ট্রকূট

13) Who built the Kailash temple at Ellora? / ইলোরায় কৈলাস মন্দির কোন্ রাজা নির্মাণ করেন?
A) Krishna I/ প্রথম কৃষ্ণা
B) Amoghavarsha/ অমোঘবর্ষ
C) Harshavardhana/ হর্ষবর্ধন
D) Govinda III/ তৃতীয় গোবিন্দা

14) গান্ধার শিল্পের প্রধান কেন্দ্র কোনটি ছিল?
A) পাটলিপুত্র
B) মথুরা
C) কনৌজ
D) পুরুষপুর

15) অজন্তা এবং ইলোরার গুহামন্দির কার রাজত্বকালে তৈরী হয়েছিল
A) মৌর্য রাজত্বকালে
B) গুপ্ত রাজত্বকালে
C) কুষাণ রাজত্বকালে
D) কোনটিই নয়

16) When did the Mathura School of Art flourish ? / মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে ?
A) Sunga period/ শুঙ্গ যুগে
B) Satavahana period/ সাতবাহন যুগে
C) Saka period/ শক যুগে
D) Kushana period/ কুষাণ যুগে

17) সারনাথ কোন রাজ্যে অবস্থিত?
A) কেরালা
B) মহারাষ্ট্র
C) গুজরাট
D) উত্তরপ্রদেশ

18) The statue of Gomateswara at Sravanabelagola was built by / শ্রবণবেলগোলায় গোমতেশ্বর মূর্তিটি তৈরি করেন
A) Chandragupta Maurya/ চন্দ্রগুপ্ত মৌর্য
B) Amoghavarsha/ অমোঘবর্ষ
C) Kharavela/ খারভেলা
D) Chamundaraya/ চামুণ্ডারায়

19) Ajanta Cave paintings belongs to the period of / অজন্তা গুহাচিত্র কোন সময়কার ?
A) Mauryas/ মৌর্য বংশ
B) Rastrakutas/ রাষ্ট্রকূট বংশ
C) Guptas/ গুপ্ত বংশ
D) Palas/ পাল বংশ

20) Which temple got the name of Black Pagoda ? / কোন মন্দিরের নাম ব্ল্যাক প্যাগোডা হয়েছে?
A) Sun Temple/ সূর্য মন্দির
B) Bhuvneshwari Temple/ ভুবনেশ্বরী মন্দির
C) Lingharaja Temple/ লিঙ্গরাজ মন্দির
D) Jagannath Temple/ জগন্নাথ মন্দির